National

রাজধানীতে ‘ডিসপোজেবল’ তোয়ালে, অভিযোগ এড়াতে রেলের নয়া উদ্যোগ

রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের জন্য খুশির খবর। তোয়ালের পরিচ্ছন্নতা নিয়ে রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের আর অভিযোগ থাকবেনা বলে আশা করছে পশ্চিম রেল কর্তৃপক্ষ। এবার থেকে মিলবে একবারই ব্যবহার করা যাবে এমন তোয়ালে ও বালিশের ওয়ার। এতে অনেকটাই এড়ানো যাবে যাত্রীদের নালিশের বহর। ট্রেনে যাত্রীদের শয্যা দ্রবের ব্যাপারে খুঁতখুঁতানি দূর করতেই সফরকালে মিলবে এই তোয়ালে ও বালিশের ওয়ার। সফরশেষে তা বাড়িও নিয়ে যেতে পারবেন যাত্রীরা।

প্রাথমিকভাবে মুম্বইয়ের বান্দ্রা থেকে হজরত নিজামুদ্দিন পর্যন্ত রাজধানী এক্সপ্রেসে চালু হয়েছে পরিষেবা। পরে তা অন্যান্য ট্রেনেও ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। একটি সফরে প্রায় ২৩০০ তোয়ালে ও ওয়ারের প্রয়োজন। আগে ডিসপোজেবল না হওয়ায় কাচতে খরচ হত প্রতি মুখ মোছার তোয়ালে ও বালিশের ওয়ার বাবদ ৬ টাকা। ডিসপোজেবল হলে তাতে খরচ পড়বে ৪ টাকা ৭৫ পয়সা। এরফলে কমবে রেলের খরচ। এই ব্যবস্থা ছড়িয়ে পড়লে তাতে খুশি হবেন যাত্রী ও রেল কর্তৃপক্ষ উভয়েই।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button