গভীর রাতে শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসে পাথর হামলা চালাল একদল দুষ্কৃতী। সোমবার ঘটনাটি ঘটেছে বিহারের মানপুর জংশন স্টেশনে। সোমবার মধ্য রাতে মানপুর জংশনে এসে দাঁড়ায় রাজধানী এক্সপ্রেস। আচমকাই ট্রেনের ২টি কামরা লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পাথরের ঘায়ে ট্রেনের কাচের জানলা ভেঙে চৌচির হয়ে যায়। ভাঙা কাচের টুকরো ছিটকে জখম হন ৬ যাত্রী।
ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পাথর হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্টেশনের নিরাপত্তারক্ষীরা। কিন্তু ততক্ষণে অন্ধকারে গা ঢাকা দিয়েছে দুষ্কৃতীরা। এরপর মানপুর স্টেশনে আহতদের প্রাথমিক চিকিৎসা করে ট্রেনে ফের তুলে দেওয়া হয়। গয়া জংশনে রাজধানী এক্সপ্রেসের ভাঙা জানলার কাচ পাল্টানো হয়।
কে বা কারা কী উদ্দেশ্য নিয়ে এই হামলা চালাল সে সম্পর্কে ধোঁয়াশায় রেল পুলিশ। রেল কর্তৃপক্ষ উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছে। দুষ্কৃতীদের খোঁজে মানপুর এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। রাত দুপুরে ট্রেনে পাথর হামলার ঘটনা রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল বলে মনে করছেন অনেকে।