আমের দুর্গ, হাওয়া মহলও বেচে দেবে সরকার, খোঁচা প্রাক্তন মন্ত্রীর
মনিটাইজেশনের নামে রাজস্থানের অন্যতম দ্রষ্টব্য হাওয়া মহল বা আমের দুর্গ বেচে দেবে সরকার। এমনই দাবি করে খোঁচা দিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব শুক্লা।
কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে বেচা শুরু করেছে তাতে তারা জয়পুরের হাওয়া মহলও বেচে দিতে পারে। বেচে দিতে পারে আমের দুর্গও। নিছক মনিটাইজেশনের নামে এসব বেচা হয়ে যেতে পারে। এমনই এক দাবি করে চমক দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব শুক্লা।
রাজীব শুক্লার দাবি, কলকাতার একটি সংস্থার কাছে লালকেল্লাও ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। রাজীব শুক্লর দাবি, মনিটাইজেশন স্কিমের নামে কেন্দ্রীয় সরকার দেশ বেচার কাজ শুরু করেছে। বিক্রি হচ্ছে হেরিটেজও। সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেন তিনি।
কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়ে রাজীব বলেন, যারা বিমানবন্দর, রেল চালাতে পারছেনা, তাদের সরকার থেকে সরে যাওয়া উচিত। এমনকি গ্যাস, পেট্রোল, ডিজেলের চড়া দাম নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তাঁর দাবি, ইউপিএ সরকারের সময় এসবের দাম অর্ধেক ছিল। দেশের মানুষ পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম নিয়ে ক্ষুব্ধ। কেন্দ্রীয় সরকার এগুলি দ্বিগুণ দামে বিক্রি করছে বলে দাবি করেন রাজীব শুক্লা।
যদিও রাজীব শুক্লার দাবি মুখ বুজে মেনে নেয়নি বিজেপি। রাজস্থানের বিজেপি সভাপতি সতীশ পুনা পাল্টা দাবি করে কংগ্রেসকে খোঁচা দিয়ে নাম না করে বলেছেন, যারা ৫০ বছর ধরে কমনওয়েলথ থেকে বোফর্স, জিপ থেকে কয়লা, ২জি থেকে ন্যাশনাল হেরাল্ডের মত বিভিন্ন স্ক্যামে জড়িয়েছে তাদের জেনে রাখা ভাল যে লালকেল্লা বা আমের দুর্গ বিক্রি হচ্ছেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা