প্রথম সেরা অভিনেতার পুরস্কার কবে পেয়েছিলেন, এত বছর পর জানালেন রজনীকান্ত
মেগাস্টার রজনীকান্ত জীবনে বহু পুরস্কার পেয়েছেন। কিন্তু প্রথমবার তিনি সেরা অভিনেতার পুরস্কার কোথায় পেয়েছিলেন সেকথা এত বছর পর জানালেন অভিনেতা।
দক্ষিণী অভিনেতা হিসাবেই অধিক পরিচিতি তাঁর। চুটিয়ে অভিনয় করেছেন বলিউডেও। রজনীকান্ত এমন এক নাম যা ভারতীয় চলচ্চিত্রের একটি আলাদা অধ্যায়। তাঁকে চেনেন না এমন মানুষ খুঁজে মেলা ভার।
রজনীকান্ত এমন এক অভিনেতা যিনি মেগাস্টার। জীবনে বহু পুরস্কার পেয়েছেন রজনী। কিন্তু যে কারও কাছেই জীবনের প্রথম পুরস্কারটা খুবই স্পর্শকাতর হয়। ওটা তাঁর আজীবন মনে থেকে যায়।
রজনীকান্ত তাঁর জীবনে প্রথম সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন কবে? এ প্রশ্ন করা হলে নানা উত্তর মিলতে পারে। কিন্তু রজনীকান্তের চেয়ে সঠিক উত্তর তো আর কেউ দিতে পারবেননা। সেই রজনীকান্ত জীবনের অনেকগুলো বসন্ত পার করে এতদিন পর সেকথা জানালেন।
রজনীকান্ত তাঁর স্কুলের ৯০ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, যখন তিনি স্কুলে পড়েন তখন ক্লাসে শিক্ষক দেরি করে এলে তিনি সেই সময়টায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে ক্লাসের অন্য ছাত্রদের আনন্দ দিতেন।
তাঁর অভিনয়ের প্রতি সেই ভালবাসা দেখে রজনীকে ‘আদিশঙ্কর অ্যান্ড চন্ডাল’ নামে একটি নাটকে অভিনয়ের সুযোগ দেন শিক্ষকরা। রজনী চন্ডাল চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর স্কুল এই নাটকটি করছিল।
অনেক স্কুল এই নাট্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সেখানে রজনীকান্তের স্কুল প্রথম হয়। আর তিনি পান সেরা অভিনেতার পুরস্কার। একটি কাপ তাঁর হাতে তুলে দেওয়া হয়। স্মৃতিতে ডুব দিয়ে রজনীকান্ত জানান তাঁর জীবনে সেটাই ছিল প্রথম সেরা অভিনেতার পুরস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা