পড়াশোনায় কেমন ছিলেন, কি হয়েছিল কলেজে, অকপটে জানালেন রজনীকান্ত
তিনি মেগাস্টার। পেশাগত জীবনে সাফল্যের স্তম্ভ গড়েছেন প্রতিভার গুণে। সেই রজনীকান্ত কেমন ছিলেন পড়াশোনায়। কতদূর পড়াশোনা করেছেন। নিজেই সবকথা জানালেন রজনী।
তিনি পড়াশোনায় খুবই ভাল ছিলেন। তিনি তখন কন্নড় ভাষায় পড়াশোনা করছেন। একটি কন্নড় মাধ্যম স্কুলেই পড়াশোনা। সেখানে তিনি রীতিমত ভাল ছাত্র হিসাবে পরিচিত ছিলেন। ৯৮ শতাংশ নম্বরও পেয়েছিলেন। সেটা ছিল একটি সরকারি স্কুল।
সেখানে তিনি ক্লাসে মনিটরও ছিলেন। স্মৃতির অলিন্দে ডুব দিয়ে সেসব কথা জানালেন রজনীকান্ত। জানান তিনি কন্নড় ভাষায় স্বচ্ছন্দ ছিলেন। সেই মাধ্যমে পড়াশোনায় ভাল ছিলেন। কিন্তু পড়াশোনায় ভাল করা সত্ত্বেও তাঁর দাদা তাঁকে নিয়ে গিয়ে একটি ইংরাজি মাধ্যম স্কুলে ভর্তি করে দেন।
বেঙ্গালুরুর আচার্য পাঠশালা পাবলিক স্কুল ও কলেজে তাঁকে ভর্তি করে দেওয়া হয়। সেটাই ছিল তাঁর পড়াশোনার জীবনে খারাপ সময়ের শুরু। যেখানে কন্নড় মাধ্যম স্কুলে তিনি ছিলেন ফাস্ট বেঞ্চার, সেখানে ইংরাজি মাধ্যম স্কুলে যাওয়ার পর তিনি হয়ে যান লাস্ট বেঞ্চার।
তাঁর পরীক্ষার ফল খারাপ হতে থাকে। যদিও তাঁকে শিক্ষকরা খুবই পছন্দ করতেন। তিনি স্কুলে ক্রিকেট, ফুটবল, কাবাডির মত নানা খেলা নিয়েও মেতে থাকতেন। যদিও ইংরাজি মাধ্যমে তাঁর পড়াশোনার মান খারাপ হতে থাকে।
অষ্টম ও নবম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারলেও তিনি পাবলিক এক্সাম পাশ করতে পারেননি। কারণ তিনি সে সময় ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথম্যাটিকসে খুব দুর্বল ছিলেন। পরের বছর অবশ্য তিনি পাশ করেন। কিন্তু নম্বর খুব একটা ভাল ছিলনা।
তাঁর কম নম্বর থাকা সত্ত্বেও তাঁকে সে সময় আচার্য পাঠশালা স্কুল কর্তৃপক্ষ কলেজে ভর্তির সুযোগ করে দেন। প্রথম বর্ষের ক্লাসও তিনি শুরু করে দেন। কিন্তু তারপরেই বিশেষ কিছু কারণে তাঁর আর পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা