বর্ষবরণের মুখে ভক্তদের উন্মাদনার পারদ চড়িয়ে নতুন অবতারে কী দেখা যাবে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তকে? এ প্রশ্ন এখন লোকের মুখে মুখে ঘুরছে। রাজনীতির আঙিনায় তিনি পা রাখতে চলেছেন কিনা তা নিয়ে তিনি আগামী ৩১ ডিসেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। একথা জানিয়েছেন স্বয়ং রজনী। এও জানিয়েছেন, রাজনীতি তাঁর কাছে খুব নতুন কিছু নয়। ফলে রজনীকান্তকে এবার সিনেমার অবাস্তব জগত থেকে কঠিন বাস্তবের রাজনীতির মঞ্চে দেখতে পাওয়া নিয়ে ৩১ ডিসেম্বরের অপেক্ষায় তাঁর ভক্তকুল।
মঙ্গলবার চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে অনুরাগীদের রজনী জানান, রাজনীতির ফাঁদে পা দিতে আদৌ তিনি প্রস্তুত কিনা তা ২০১৭-র শেষ দিনটিতে খোলসা করবেন। বেশ কয়েক মাস ধরেই রজনীকান্তের রাজনীতিতে আসা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে সাধারণ মানুষের মধ্যে। কোন দলের হয়ে তিনি আত্মপ্রকাশ করতে চলেছেন তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহল মঙ্গলবার খোদ থালাইভার ঘোষণার পর এনে দিল নতুন মাত্রা। এখন দক্ষিণের চলচ্চিত্র সাম্রাজ্যের ‘দেবতা’র কি মর্জি হয় তার দিকে শ্যেনদৃষ্টি থাকবে সাধারণ মানুষ থেকে শুরু করে দুঁদে রাজনীতিবিদদেরও।