কথা দিয়েছিলেন তিনি রাজনীতির আঙিনায় পা দেবেন কিনা সেকথা পরিস্কার করে দেবেন ৩১ ডিসেম্বর। ফলে সকাল থেকেই দেশের সংবাদমাধ্যম থেকে সাধারণ মানুষ, সকলেরই নজর ছিল তাঁর দিকে। তিনি রজনীকান্ত। দক্ষিণের রূপোলী পর্দা মাত করা এই সুপারস্টার দক্ষিণী রীতিই বজায় রাখলেন। এমজিআর, এনটিআরদের মত দক্ষিণী সুপারস্টারদের রাস্তায় হেঁটে তিনিও নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে সরাসরি লড়াই করার কথা ঘোষণা করে দিলেন। এদিন তাঁর রাজনীতিতে প্রবেশের কথা ঘোষণা করে রজনীকান্ত দাবি করেন, জয়ললিতার মৃত্যুর পর শেষ এক বছরে তামিলনাড়ুর রাজনীতি হাসির খোরাক হয়ে গেছে। সেই অবস্থা থেকে গোটা সিস্টেম বদলাতে চান তিনি। তাঁর মনে হয়েছে এটাই সঠিক সময়। এখন রাজনীতিতে প্রবেশ না করলে তিনি অপরাধ বোধে ভুগতেন। তবে তিনি কোনও দলে যোগ দিচ্ছেন না। নিজেই দল গড়ছেন। দলের নামধাম কিছু না জানালেও এটা জানিয়ে দিয়েছেন ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে তাঁর দল ২৩৪টি আসনেই লড়বে। তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনে তাঁর দল অংশ নেবে কিনা তা তিনি সময় এলেই জানাবেন বলে এদিন পরিস্কার করে দিয়েছেন ৬৭ বছর বয়স্ক এই দক্ষিণী কিংবদন্তি।
রজনীর দাবি, তিনি ৪০ বছরের কোটায় থাকাকালীনই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন। নেননি। তাই এটা ধরে নেওয়া ভুল হবে যে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার লোভে রাজনীতিতে প্রবেশ করছেন। এদিন রজনীকান্ত এও জানিয়েছেন তাঁর নতুন দলের জন্য তাঁর কোনও ক্যাডার চাইনা। বরং গ্রামে গ্রামে মানুষের সঙ্গে সেতু তৈরির জন্য মানুষ চাই।