কেন রাজনীতিতে পা রাখবেন বলেও রাখেননি রজনীকান্ত, এবার সবটা পরিস্কার হল
দক্ষিণী সিনেমা তো বটেই, সেই সঙ্গে এ দেশের সিনেমা জগতের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র রজনীকান্ত। তিনি রাজনীতিতে পা রাখা সময়ের অপেক্ষা ছিল। কেন তিনি এলেন না রাজনীতিতে তা পরিস্কার হল।
দক্ষিণী সিনেমায় যে কটি নাম চিরদিনের হয়ে থেকে যাবে তার মধ্যে রজনীকান্ত অবশ্যই অন্যতম। ভারতীয় সিনেমাতেও রজনীকান্ত নামটা মুছে ফেলা সম্ভব নয়। তাঁর সিনেমা মানেই একটা দারুণ কিছু। সেটাই তাঁকে সকলের জনপ্রিয় অভিনেতা করে তুলেছে।
সেই রজনীকান্তের রাজনীতিতে পা রাখা ছিল কার্যত সময়ের অপেক্ষা। বছর ৫ আগেও সকলের জানা ছিল রজনীকান্ত শুধু রাজনীতিতে পা রাখতেই চলেছেন এমনটা নয়, তিনি তাঁর একটি রাজনৈতিক দলও তৈরি করবেন। যার নামও প্রকাশ্যে আনা ছিল সময়ের অপেক্ষা।
এতটা এগিয়েও আচমকা রজনীকান্ত পিছিয়ে যান। ২০২১ সালে তিনি তাঁর রাজনীতিতে পা না রাখার কারণ হিসাবে তাঁর দুর্বল শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে আনেন। ফলে দক্ষিণী সুপারস্টার হিসাবে আরও এক রাজনীতিবিদ পাওয়া আর হয়ে ওঠেনি।
কিন্তু শুধুই কি শারীরিক সমস্যাই কারণ ছিল? নাকি অন্য কিছু? প্রশ্নটা অনেকের মনেই ছিল। এবার দক্ষিণের প্রবাদপ্রতিম অভিনেতা এনটিআর-এর একটি স্মৃতি রোমন্থন অনুষ্ঠানে এসে রজনীকান্ত জানালেন কেন তিনি রাজনীতিতে পা রাখলেন না।
রজনীকান্ত জানিয়েছেন, তাঁর অভিজ্ঞতা তাঁকে রাজনীতিতে পা রাখা থেকে বিরত রেখেছিল। বিশাল মানুষের সমাগম তাঁকে রাজনীতি নিয়ে মুখ খুলতে প্রলুব্ধ করেছিল। কিন্তু তাঁর অভিজ্ঞতা তাঁকে রাজনীতি থেকে দূরে রাখে।
২০২১ সালে কিন্তু রজনীকান্ত শারীরিক কারণ দেখিয়েই রাজনীতিতে পা রাখবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা