
প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৩ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করে কংগ্রেস। দিল্লির বীরভূমিতে রাজীব গান্ধীর স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করে তাঁকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। ছিলেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ও রাজীব পুত্র ও বর্তমান কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। এই উপলক্ষে বীর ভূমিতে একটি স্মরণসভারও আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ট্যুইটে রাজীব গান্ধীকে শ্রদ্ধা অর্পণ করেন। কংগ্রেসর মুম্বই ইউনিট দিনটিকে সামনে রেখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ১০ হাজার মানুষের একটি মানব বন্ধন কর্মসূচি পালন করে।