চতুর্থ ক্রিকেটার হিসাবে খেলরত্ন পাচ্ছেন রোহিত শর্মা
রাজীব খেলরত্ন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা হল। এবার ৫ জন এই সম্মান পাচ্ছেন। যার মধ্যে রয়েছেন ক্রিকেটার রোহিত শর্মা।
নয়াদিল্লি : রাজীব খেলরত্ন পুরস্কার হল দেশের ক্রীড়া জগতের জন্য সবচেয়ে বড় সম্মান। ভারতীয় ক্রীড়াবিদদের জন্য সবচেয়ে বড় সম্মান। যে পুরস্কার প্রথমবার পান দাবাড়ু বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। এখনও পর্যন্ত ৩ জন ক্রিকেটার এই পুরস্কার পেয়েছেন। যারমধ্যে রয়েছেন শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। চতুর্থ ক্রিকেটার হিসাবে এ বছর এই পুরস্কারের জন্য নাম ঘোষণা হল রোহিত শর্মার।
রোহিত শর্মা ছাড়াও আরও ৪ জন এ বছর রাজীব খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। যার মধ্যে রয়েছেন কুস্তিগির ভিনেশ ফোগট, মহিলা হকি অধিনায়ক রানি রামপাল, টেবিল টেনিস তারকা মণিকা বাত্রা এবং প্যারা অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু। এঁদের হাতে এই সম্মান উঠবে আগামী ২৯ অগাস্ট। ২৯ অগাস্ট জাতীয় ক্রীড়া দিবস। দিনটিকে সামনে রেখেই এই পুরস্কার হাতে তুলে দেওয়া হবে।
রাজীব খেলরত্নের পাশাপাশি ওইদিন অর্জুন পুরস্কারও তুলে দেওয়া হবে ক্রীড়াবিদদের হাতে। এ বছর ২৭ জন ক্রীড়াবিদ এই পুরস্কার পেতে চলেছেন। যে তালিকায় রয়েছে ক্রিকেটার ইশান্ত শর্মার নাম। প্রত্যেককেই অবশ্য ওইদিন সম্মান তুলে দেওয়া হবে ভার্চুয়াল বিতরণীর মধ্যে দিয়ে। করোনা পরিস্থিতিতে সরাসরি এমন অনুষ্ঠান করা হচ্ছেনা। এদিকে এবার ক্রীড়াবিদদের পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে গড়ে তুলতে যাঁদের অবদান অনস্বীকার্য সেই কোচদের হাতেও তুলে দেওয়া হবে দ্রোণাচার্য সম্মান। এ বছর ৫ জন কোচ দ্রোণাচার্য সম্মান পেতে চলেছেন।
ভারতকে অলিম্পিকে পদক এনে দেওয়াই বড় বিষয়। সাক্ষী মালিক আবার সেই ক্রীড়াবিদ যিনি প্রথমবার ভারতকে মহিলাদের কুস্তি থেকে পদক এনে দিয়েছেন। ২০১৬ সালের অলিম্পিকসে ব্রোঞ্জ জেতেন তিনি। এত বড় সাফল্যের পরও তাঁর নাম এবার বাদ দেওয়া হয়েছে অর্জুন পুরস্কারের তালিকা থেকে। একইভাবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েও তালিকা থেকে বাদ গেছে মহিলা ভারোত্তোলক মীরাবাঈ চানু-র নাম। সাক্ষী তাঁর নাম বাদ পড়ায় ভেঙে পড়েছেন। তিনি সেকথা স্পষ্ট জানিয়েছেন। যদিও এর কারণ স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে এঁরা যেহেতু দেশের ক্রীড়া ক্ষেত্রের সবোর্চ্চ সম্মান রাজীব খেলরত্ন আগেই পেয়েছেন তাই তাঁদের আর অর্জুন দেওয়া হচ্ছেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা