কোনও সন্ত্রাসবাদীকে শহিদের মর্যাদা দিয়ে স্মরণ করা বা তার প্রশংসা করা নিরর্থক। সার্ক সম্মেলনে এভাবেই পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে একহাত নিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন ইসলামাবাদে রাজনাথ তাঁর বক্তব্যে পরিস্কার করে দেন পৃথিবীতে সন্ত্রাসবাদীর ভাল খারাপ হয়না, সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদীই হয়। হালে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানি ভারতীয় সুরক্ষা বাহিনীর হাতে মারা যাওয়ার পর তাকে শহিদের আসনে বসায় পাকিস্তান। খোদ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বুরহানকে শহিদের মর্যাদা দেন। সে সময়েই তার কড়া সমালোচনা করে ভারত। এদিন সার্ক সম্মেলনে খোদ পাকিস্তানে বসেই পাক সরকারকে সন্ত্রাসবাদীর অর্থ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে নিজেদের ক্ষোভটা আরও একবার পরিস্কার করে দিলেন রাজনাথ। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। স্পষ্টভাষায় তিনি জানান, শুধু সন্ত্রাসবাদীদের বিরুদ্ধেই নয়, যদি কোনও ব্যক্তি, কোনও সংগঠন বা কোনও দেশ সন্ত্রাসবাদে মদত দেয় তাহলে তাদের বিরুদ্ধেও কঠোরতম পদক্ষেপ করা উচিত। পাকিস্তানের নামটুকু শুধু করেননি তিনি। বাদবাকি আগাগোড়া পাক সরকারকে তুলোধোনা করেছেন রাজনাথ। এদিন আরও একধাপ এগিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশ সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের দেশের মাটি ব্যবহার করতে দেয়, যারা তাদের উৎসাহ দেয়, সমর্থন ও সাহায্য করে, যারা তাদের দেশকে সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য করে তুলেছে, সেসব দেশকে বিশ্ব থেকে আলাদা করে দেওয়া উচিত।
Read Next
World
November 22, 2024
এই বিখ্যাত দেশকে ভারতের চোখের জল বলে ডাকা হয়, নামটা অতি সহজ
World
November 21, 2024
বিশ্ব সেরা বিলিতি শহর, প্রথম ১০০ সেরা শহরে ভারতের কোন শহর
November 22, 2024
এই বিখ্যাত দেশকে ভারতের চোখের জল বলে ডাকা হয়, নামটা অতি সহজ
November 22, 2024
বোমা ফেটেছে, ঘূর্ণিঝড়ের সঙ্গী বায়ুমণ্ডলীয় নদী, জল, অন্ধকারে কয়েক লক্ষ পরিবার
November 21, 2024
বিশ্ব সেরা বিলিতি শহর, প্রথম ১০০ সেরা শহরে ভারতের কোন শহর
November 20, 2024
বিয়ের দিনের গান, গল্প, হুল্লোড়ের শব্দ ফিরল ৫৯ তম বিবাহবার্ষিকীর আগে, আপ্লুত দম্পতি
Related Articles
Leave a Reply