অভিনেতা রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। ২০১০ সালে আতা পাতা লাপাতা নামে একটি সিনেমা দিয়ে পরিচালনায় ডেবিউ করেন অভিনেতা কমেডিয়ান রাজপাল যাদব। বলিউডের পরিচিত মুখ রাজপালের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তাঁর সংস্থা শ্রী নওরঙ্গ গোদাবরী এন্টারটেনমেন্ট ওই সিনেমা তৈরির জন্য দিল্লির একটি সংস্থা মুরলী প্রজেক্টসের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নেয়। সেই টাকা পরে রাজপাল ফেরত দিচ্ছেন না বলে জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় মুরলী প্রজেক্টস।
এরপর জল অনেক দূর গড়ায়। কখনও রাজপালের দেওয়া চেক বাউন্স করে। কখনও তিনি দাবি করেন মুরলী প্রজেক্টস ঋণ দেয়নি, তারা লগ্নি করেছিল। অবশেষে ৫ কোটি টাকা ঋণ শোধ না করতে পারার জন্য রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)