স্বপ্নের পাখি ডানা মেলার ১ সপ্তাহের মধ্যে চলে গেলেন জন্মদাতা রাজা
সবে একটা সপ্তাহ হয়েছে তাঁর স্বপ্নের পাখি আকাশে ডানা মেলেছে। কিন্তু সে সুখ তাঁর সইল না। চলে গেলেন দালাল স্ট্রিটের বিগ বুল।
তাঁর জীবনটাই একটা কাহিনি। ফলে তিনি বারবার চর্চায় উঠে এসেছিলেন। ভারতীয় শেয়ার বাজারের রাজা বলা হত তাঁকে। দালাল স্ট্রিটের বিগ বুল নামে পরিচিত ছিলেন তিনি।
তাঁর একটা টিপসের জন্য অপেক্ষা করে থাকতেন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত মানুষজন। সেই মানুষটাই জন্ম দিয়েছিলেন ভারতের আকাশে এক নতুন পাখির। তাঁর বিনিয়োগের হাত ধরেই ভারতের আকাশে গত ৭ অগাস্ট যাত্রী পরিবহণ শুরু করে আকাসা এয়ার।
তাঁর সেই স্বপ্নের আকাসা আকাশে ডানা মেলার পর তার উত্থান আর দেখে যাওয়া হল না রাকেশ ঝুনঝুনওয়ালার। মাত্র ৬২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর।
এদিন সকাল পৌনে ৬টায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই তিনি এই হাসপাতাল থেকেই ছাড়া পেয়েছিলেন। কিডনির সমস্যায় ভুগছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা।
পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাকেশ ঝুনঝুনওয়ালা তাঁর প্রখর বুদ্ধি ও শেয়ার বাজারের ওপর অকল্পনীয় দখলের হাত ধরে ৫.৮ বিলিয়ন ডলার বা ৪৬ হাজার ১৮৫ কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন। যা তাঁকে ভারতের ৩৬ তম ধনী ব্যক্তি করে তুলেছিল।
রাকেশ ঝুনঝুনওয়ালার সর্বশেষ প্রকল্প ছিল আকাসা এয়ার। তাঁর মৃত্যুতে ভারতীয় শেয়ার বাজারের বড় ক্ষতি হল বলেই মনে করছেন অনেকে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা