National

উপহারের ভোলবদল, রাখিতে বদলে গেল ভাই-বোনের আদানপ্রদান

রাখিতে এবার বদলে গেল উপহার। এবার যে উপহার ভাই-বোনের মধ্যে আদানপ্রদান হল তা অনেকক্ষেত্রে আগে কখনও হয়নি।

নয়াদিল্লি : রাখি ভারতের এক অন্যতম প্রধান উৎসব। দেশের বিভিন্ন প্রান্তে রাখিবন্ধন উৎসব পালিত হয়। ভাই-বোনের সম্পর্কের বন্ধনকে সুদৃঢ় করতে ভাইফোঁটা আর রাখি, সারা বছরের এই ২টি দিন একেবারেই অন্যরকম। রাখি শুধুই অবশ্য ভাই-বোনের সম্পর্কের মধ্যেই আটকা পড়ে নেই। ভ্রাতৃত্বের মেলবন্ধনকে শক্ত করতে রাখি যে কেউ পরাতে পারেন। কবিগুরু নিজেই রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন।

রাখির দিনটা গোটা দেশেই দারুণ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। তবে এ বছরটাই আলাদা। করোনা দাপিয়ে বেড়াচ্ছে। ফলে ম্লান রাখি উৎসব। ফিকে হয়ে যাওয়া দিনটাতেও অবশ্য প্রযুক্তির কৃপায় ভাই-বোনেরা যাঁরা দূরে রয়েছেন তাঁরা ই-রাখি বা হোয়াটসঅ্যাপ, ফেসবুকে রাখির ছবি সহ শুভেচ্ছা পাঠিয়েছেন। আর কাছেই যাঁরা রয়েছেন তাঁরা রাখি পরিয়েছেন ঠিকই, তবে অতি অনাড়ম্বর সময়ে। তবে যতই করোনার কারণে রাখি ম্লান হয়ে থাকনা কেন, তার দস্তুর এদিনও বেঁচে রইল। উপহারের মধ্যে দিয়ে।


সকলেই যে উপহার আদান প্রদান করতে পেরেছেন তা ঠিক নয়। তবে অনেকে ই-কমার্স সাইটের সাহায্যে ভাই বা বোনের কাছে পৌঁছে দিয়েছেন তাঁর পছন্দের জিনিস। এর বাইরে অবশ্য এবার রাখিতে একটি নতুন উপহার গোটা দেশের কাছেই রাখির উপহারের ভোল বদলে দিয়েছে। তা হল মাস্ক। এবার রাখিতে ভাই বোনকে বা বোন ভাইয়ের হাতে তুলে দিয়েছেন মাস্ক। অবশ্যই কেতাদুরস্ত মাস্ক। দামি, দেখতে সুন্দর মাস্ক। যা মাস্কের কাজও করবে। আবার দর্শনদারিও বাঁচিয়ে রাখবে। সুন্দর সুন্দর মাস্ক এবার রাখির অনন্য উপহার হিসাবে সামনে এসেছে।

মাস্কের এখন বাজারে নানা ধরণ। কত বাহারি মাস্ক যে বাজার ছেয়েছে তা গুণে বলার নয়। যত দিন যাচ্ছে ততই নতুন নতুন মাস্ক বাজারে আসছে। সেসব মাস্কও যে একদিন রাখির উপহার হয়ে উঠবে তা বোধহয় ৪ মাস আগেও কেউ ভাবেননি। কিন্তু এবার সেটাই হয়েছে। এবার রাখিতে মাস্ক এক অনন্য উপহার হয়ে রয়ে গেল অনেকের স্মৃতির পাতায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button