ছোট্ট ছোট্ট হাতে বড় বড় রাখি। এবার এটাই ট্রেন্ড। ছোটদের জন্য তৈরি হয়েছে বিভিন্ন কার্টুন চরিত্রদের নিয়ে রাখি। ছোটরা ভালবাসে বেন ১০, ডোরেমন, ছোটা ভীম, টেডি বেয়ার। সারাদিন বন্ধুত্ব এদের সঙ্গে। খেলা, খাওয়া, বিনোদন সব ক্ষেত্রেই ছোটদের পছন্দ কার্টুন চরিত্ররা। তাই তাদের পছন্দের কথা মাথায় রেখে রঙিন বন্ধনের উৎসব রাখিতেও ছোটদের জন্য ডোরেমন, ছোটা ভীমদের রমরমা।
রাখির মানে অত বেশি বোঝে না ছোটরা। বেশিরভাগই জানে না রাখির ইতিহাস। কেউ জানলেও জানে আবছা। তাদের কাছে রাখি মানে গিফট, কেক, পেস্ট্রি, প্যাটিস, চকলেট, আর হাতে বাঁধা রাখি। এক সময় বাচ্চাদের জন্য বিশেষ কোনও রাখি পাওয়া যেত না। ক্রমে বাজারে এসেছে ছোটদের জন্য আকর্ষণীয় সব রাখি। এবারও রাখির বাজারে ছোটোদের জন্য সাজানো রয়েছে তাদের প্রিয় চরিত্রগুলোর আদলে তৈরি রাখি। কোনওটি তৈরি প্লাস্টিকের, কোনওটি স্পঞ্জের। দাম ১০ থেকে ২০ টাকা। বাড়ির খুদে সদস্যটির খুশির কথা ভেবে সেগুলির দিকেই মন দিচ্ছেন বড়রা। এদিকে রবিবার রাখি বন্ধন উৎসব হলেও রাখির দোকানগুলিতে গত বৃহস্পতিবার থেকেই উপচে পড়া ভিড়। চুটিয়ে চলছে রাখি কেনা। সেখানে ছোটদের রাখির চাহিদা কিন্তু বেশ চোখে পড়ার মতন। অনেকে আবার বাবা-মা বা বড়দের সঙ্গে এসে নিজে পছন্দ করে নিচ্ছে রাখি। ছোটদের জন্য আলাদা করে রাখির বাজার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভাল ব্যবসাও দিয়েছে। সেইসঙ্গে হাসি ফুটিয়েছে ছোটদের মুখে। — প্রতিবেদক – প্রিয়া মুখোপাধ্যায়