রবিবার ছুটির দিন। আর ছুটির দিনে কোনও উৎসব পরা মানে তা একটু বেশিই আনন্দের সঙ্গে পালিত হওয়া। হলও তাই। রবিবার দেশ জুড়ে রাখিবন্ধন উৎসব পালিত হয় স্বাড়ম্বরে। প্রধানমন্ত্রীর বাড়িতে এদিন ভিড় জমান নানা বয়সের মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পরিয়ে দেয় কচিকাঁচারা। ছোটদের হাতে রাখি পড়ে খুশি প্রধানমন্ত্রীও। আশীর্বাদ করেন তাদের। বেশ কিছুটা সময়ও কাটান তাদের সঙ্গে। শুধু ছোটরাই নয়, বিভিন্ন বয়সের মানুষ এদিন প্রধানমন্ত্রীকে রাখি পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিকে দেশের কোণায় কোণায় রাখি বন্ধন উৎসব পালিত হয়। বিশেষত পশ্চিম ভারতের রাখির গুরুত্ব যথেষ্ট। রীতিমত ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেখানে। ফলে সেখানেও সকাল থেকেই রাখি বন্ধন উৎসব পালিত হয় মহাসমারোহে।
(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)