তিনি অভিনেত্রী। তিনি বিতর্কে জড়ানোর রানি। তিনি রাখি সাওয়ান্ত। যিনি বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন। বিতর্কে জড়ানোর মতই কাণ্ড ঘটান তিনি। থাকেন খবরে। এবার তাঁর সেই বিতর্কের মুকুটে নতুন পালক গুঁজলেন রাখি। পাকিস্তানের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন তিনি। পাহাড়ি এলাকায় নদীর ধারে তাঁর দেহের সামনের অংশে লেপ্টে আছে পাক পতাকা। ২ হাত ছড়িয়ে চোখ বন্ধ করে রয়েছেন রাখি।
পুলওয়ামা কাণ্ড, ভারতের পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক সহ নানা কারণকে সামনে রেখে পাক-ভারত সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। এই অবস্থায় গোটা দেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে তখন পাকিস্তানের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে এক ভারতীয় অভিনেত্রীর এমন ছবি পোস্ট কেউই ভাল চোখে নিচ্ছেন না। যদিও কেন তিনি পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়েছেন তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন রাখি। তাঁর দাবি, ‘ধারা ৩৭০’ নামে একটি সিনেমায় তাঁর চরিত্রের সঙ্গে এই ছবি যাচ্ছে। সেখানে তাঁর চরিত্রকেই এভাবে সাজানো হয়েছে।
রাখির এই সাফাইতে অবশ্য মানুষের মন টলেনি। এহেন আচরণ কিছুতেই মানতে পারছেন না ভারতীয়রা। ফলে পরে তিনি ২টি ভিডিও পোস্ট করে বোঝানোর চেষ্টা করেছেন সিনেমায় তাঁর চরিত্রটা সত্যিই এমন। তিনি পাকিস্তানি একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন। রাখি জানিয়েছেন, তাঁর মতে পাকিস্তানের সকলেই খারাপ নন। কিছু মানুষ যারা সন্তানদের সন্ত্রাসবাদী বানাতে উৎসাহ দেয় তারা খারাপ। তারাই নিজেদের দেশ ও দেশবাসীর বিরুদ্ধে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা