মাইনাস ১৫ ডিগ্রি ঠান্ডায় বরফ জলে ডুব দিলেন রাকুল প্রীত সিং, সিনেমার প্রয়োজনে নয়
সিনেমার প্রয়োজনে অনেক অভিনেত্রীকে অনেক কিছু করতে হয়। কিন্তু বলিউড সুন্দরী রাকুল প্রীত সিং মোটেও সিনেমার প্রয়োজনে একাজ করলেন না। তবে কেন? উত্তরটা চমকে দিতে পারে।
সিনেমায় যদি কোনও দৃশ্যে প্রয়োজন হয় তাহলে যে কোনও অভিনেতা অভিনেত্রীকে অনেক সময় কিছুটা হলেও ঝুঁকি নিতে হয় বা সাহসের পরিচয় দিতে হয়। বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা রাকুল প্রীত সিং তেমনই এক সাহসের পরিচয় দিলেন, কিন্তু তা সিনেমার প্রয়োজনে নয়।
মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় যেখানে একাধিক গরম পোশাক পরে ঘরে বসেও ঠান্ডায় কাঁপতে হতে পারে, সেখানে নিছক বিকিনি পরে বরফ জলে ডুব দিলেন রাকুল প্রীত। তাও হাসি মুখে। কারণ যদি সিনেমার শ্যুটিং না হয় তাহলে কেন এমনটা করলেন রাকুল প্রীত? উত্তরটা অবশ্য বেশ চমকপ্রদ।
রাকুল প্রীত সিং সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় ঠান্ডা কনকনে জলে ডুব দিয়েছেন। ছবিতে দেখা গেছে তাঁর পরনে ছিল নীল ফুলকাটা বিকিনি।
মাইনাস ১৫ ডিগ্রিতে বিকিনি! কিন্তু সেটাই তো পরে জলে ডুব দিলেন রাকুল প্রীত। বরফ জলে ডুব দিয়ে ভিজে শরীরে হাসি মুখে ছবিও তুললেন। কারণ একটি চিকিৎসা।
এই চিকিৎসার নাম ক্রায়োথেরাপি। যা সাধারণত টিস্যু সংক্রান্ত সমস্যা দূর করতে কাজে লাগে। এই চিকিৎসার জন্য কাশ্মীর বা সুইৎজারল্যান্ডে যেতে হয়না। এই তাপমাত্রা কৃত্রিমভাবে কোল্ড চেম্বারে তৈরি করা হয়।
সেখানে বরফ জলে স্নান করতে দেওয়া হয় রোগীকে। যা রোগ নিরাময়ের এক চিকিৎসা। আইসপ্যাক যেমন শরীরের কোনও অংশকে সুস্থ করতে কাজে লাগানো হয়, তেমনই পুরো শরীরকে এই ক্রায়োথেরাপি দিয়ে সুস্থ করা হয়। সেই ক্রায়োথেরাপিই এবার বিকিনি পরে নিয়ে ফেললেন রাকুল প্রীত সিং। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা