সিনেমার নাম করোনাভাইরাস, মুক্তি পেল ট্রেলার
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ভারতে লকডাউন ঘোষণা হয়। তাও কেটে গেছে ২ মাস। এরমধ্যেই তৈরি হল সিনেমা। নাম করোনাভাইরাস।
মুম্বই : করোনা ভাইরাস নিয়ে যে একটা সিনেমা হবে এটা অনেকে গল্পের ছলেই বলছিলেন। কিন্তু তা যে এত দ্রুত হবে তা বোধহয় কেউ ভাবতে পারেননি। সিনেমার নামই করোনাভাইরাস। পরিচালকও যে সে কেউ নন। রামগোপাল বর্মা। অবশ্য সিনেমাটি তৈরি হয়েছে তেলেগু-তে। পুরো শ্যুটিংই হয়েছে এই লকডাউনের মধ্যেই। তারাই ট্রেলার প্রকাশ করলেন পরিচালক।
করোনাভাইরাস নামে এই সিনেমা একটি পরিবারের কাহিনি। লকডাউনে ঘরবন্দি এক পরিবার। তাদের এই কঠিন সময়ে উত্থানপতন, টানাপোড়েন নিয়েই কাহিনি এগিয়েছে। সিনেমাটির ট্রেলার প্রকাশ করলেন রামগোপাল বর্মা। ৪ মিনিটের ট্রেলারটি যথেষ্ট টানটান। রামগোপাল লিখেছেন এই পুরো সিনেমাই লকডাউনে তৈরি করা হয়েছে। তাঁদের কাজ করা ঈশ্বর বা করোনা ভাইরাস কেউই আটকাতে পারবেনা বলে ট্যুইট করেছেন রামগোপাল।
ট্রেলারটি অবশ্য ২০২০ বলে জানালেও সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে সে সম্বন্ধে কোনও ইঙ্গিত দেয়নি। তবে রামগোপাল ট্যুইটে জানিয়েছেন, এই সিনেমাটি সকলের মধ্যে করোনা নিয়ে ভয় ও সেই ভয়কে ভালবাসা দিয়ে জয় করার কাহিনি। যেখানে ভালবাসা একটি রোগ ও রোগে মৃত্যুর ভয়কে হারিয়ে জয়ী হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা