প্রযোজক-পরিচালক হিসাবে বলিউডে তাঁর খ্যাতি আজকের নয়। বলিউডের ফিল্মালয় স্টুডিওর প্রতিষ্ঠাতাদের অন্যতম তিনি। তাঁর আর একটি পরিচয় তিনি রানি মুখোপাধ্যায়ের পিতা। সেই রাম মুখোপাধ্যায় এদিন মারা গেলেন। রবিবার ভোর ৫টায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের তরফে জানানো হয়েছে, ৮৪ বছরের রাম মুখোপাধ্যায় ভালই ছিলেন। ২ দিন আগে চোপড়া পরিবারের দিওয়ালি অনুষ্ঠানেও যোগ দেন তিনি। শনিবার রাতে তাঁর রক্তচাপ আচমকাই অনেকটা নেমে যায়। দ্রুত তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
মেয়ে রানি মুখোপাধ্যায়ের প্রথম বাংলা সিনেমা বিয়ের ফুল-এর প্রয়োজক-পরিচালক ছিলেন তিনি। রানির ডেবিউ হিন্দি সিনেমা রাজা কি আয়েগি বারাত-এর প্রযোজকও ছিলেন রাম মুখোপাধ্যায়। একসময়ে দিলীপ কুমার থেকে বৈজয়ন্তীমালা, সুনীল দত্ত থেকে আশা পারেখ, বলিউডের তাবড় অভিনেতা অভিনেত্রী তাঁর পরিচালনায় অভিনয় করেছেন। হাম হিন্দুস্তানি, লিডার-এর মত সিনেমার পরিচালনা করে বলিউডে পরিচালক হিসাবে সুখ্যাতি অর্জন করেন রাম মুখোপাধ্যায়। রবিবার দুপুর ২টোয় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।