ভারত জুড়ে বিভিন্ন কোণায় নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। বেঙ্গালুরুর টাউন হলে বৃহস্পতিবার একটি সিএএ বিরোধী বিক্ষোভ হয়। সেখানে সকলের সঙ্গে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। তাঁর হাতে ছিল একটি প্ল্যাকার্ড। যাতে বি আর আম্বেদকরের ছবি দেওয়া ছিল। লেখা ছিল সিএএ সংবিধান বিরোধী। বিক্ষোভ শান্তিপূর্ণই হচ্ছিল। সে সময় পুলিশ বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে।
রামচন্দ্র গুহকেও টেনে নিয়ে যায় পুলিশ। তিনি এমন ব্যবহারের প্রতিবাদ করেন। কিন্তু তাতে কান দেননি পুলিশকর্মীরা। তাঁকে টেনে হিঁচড়ে বাসে তোলা হয়। আটক করা হয় তাঁকেও। তাঁকে আটক করার ছবি ছড়িয়ে পড় সর্বত্র। ৬১ বছরের রামচন্দ্র গুহ দাবি করেন তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন। তারপরেও পুলিশ তাঁদের সঙ্গে যে ব্যবহার করছে তা বৈষম্যমূলক আচরণ। প্রকাশ্যেই বলেন, দেখুন পুলিশ নাগরিকদের সঙ্গে কেমন ব্যবহার করছে।
রামচন্দ্র গুহ যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখনই তাঁকে এক পুলিশকর্মী হাত ধরে টানতে শুরু করেন। সেখানে মুহুর্তে হাজির হন আরও পুলিশকর্মী। তারপর ভারত বিখ্যাত ইতিহাসবিদকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় বাসের দিকে। রামচন্দ্র গুহ খোলাখুলিই বলেন, পুলিশ কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছে। রামচন্দ্র গুহর মত মানুষকে আটক করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা