
বুধবার কাশ্মীরে পালিত হল খুশির ইদ। একমাসের রমজানের উপবাস শেষে আসে খুশির ইদ। সেই ইদের সকালে এদিন উপত্যকা জুড়ে বিভিন্ন জায়গায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। হজরতবাল থেকে শুরু করে ইদগা সর্বত্রই হাজার হাজার মানুষ ইদের নমাজে অংশ নেন। শ্রীনগরের পোলো গ্রাউন্ডেও এদিন বহু মানুষ প্রার্থনায় অংশ নেন। নমাজের শেষে হয় কোলাকুলি। একে অপরের সঙ্গে ইদের খুশি ভাগ করে নেন। ইদ উপলক্ষে কাশ্মীর জুড়ে শান্তির বাতাবরণই বজায় ছিল। কয়েকটি জায়গায় সকালের নমাজের শেষে ইট বৃষ্টির ঘটনা ঘটে। তবে দ্রুত পরিস্থিতি আয়ত্তে আনে প্রশাসন। ইদ উপলক্ষে কাশ্মীর উপত্যকা জুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।