
বিশ্বজুড়ে বিভিন্ন দেশে পালিত হল ইদ। এদিন সকালে পাকিস্তান জুড়ে পালিত হয় ইদ। নমাজ পাঠের পর ইদের অভিনন্দনে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ছিল খুশির বাতাবরণ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্সেও বুধবার থেকে ইদ পালিত হচ্ছে। ৩ দিনের এই খুশির উৎসবে সামিল হয়েছেন সব স্তরের সব বয়সের মানুষ। এদিন ইদ পালিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিভিন্ন দেশেও। ইদের খুশিতে সকাল থেকেই মাতোয়ারা আরব দেশগুলিও। তবে ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে ইদ পালিত হবে বৃহস্পতিবার। বিশ্ব জুড়ে হয় বুধবার, নয়তো বৃহস্পতিবারে ইদ পালিত হচ্ছে। কিন্তু বিশ্বের দুটি দেশে গত মঙ্গলবারই পালিত হয়েছে ইদ। তুরস্ক ও রাশিয়ায় ইদ পালিত হয়েছে মঙ্গলবারই।