
সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হল ইদ। প্রতি বছরের মত এবছরও সকালে রেড রোডে নমাজ পাঠে অংশ নেন কয়েক হাজার মানুষ। নমাজ পাঠে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যই বিশ্বকে শান্তির রাস্তা দেখাবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর পরিবার তাঁকে সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা দেয় বলেও জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র তথা দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। এদিন নমাজের শেষে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে খুশির ইদে সামিল হন সকলে। এদিন শহরের অন্যান্য প্রান্তেও ইদের নমাজ পাঠ হয়। একমাসের পবিত্র রমজানের উপবাসের পর এদিন এই খুশির উৎসবে সকাল থেকেই মাতোয়ারা সকলে।