আজ খুশির ইদ। ইদ-উল-ফিতর। এক মাসের কঠোর নিষ্ঠায় পবিত্র রমজান মাস পালনের পর আসে এই দিনটা। যেদিন মুসলিম ধর্মাবলম্বী মানুষ মেতে ওঠেন খুশিতে। চলে কোলাকুলি, মিষ্টিমুখ, উপহার বিনিময়। সঙ্গে দেদার খাওয়া দাওয়া। অনেকের বাড়িতেই নিমন্ত্রণ থাকে আত্মীয় পরিজনদের। নতুন জামার গন্ধে প্রতিটি মুহুর্ত যেন মুঠো করে খুশি বিলিয়ে দেয় সকলের মধ্যে। ইদে দরিদ্রদের মধ্যে উপহার বিলিরও রেওয়াজ আছে। তবে সবার আগে থাকে সকালেই ইদের বিশেষ নমাজ। ইদের চাঁদ দেখা গেলে তবে শুরু হয় ইদ। সকালে মসজিদে মসজিদে পড়া হয় ইদের নমাজ। কলকাতার রেড রোডে প্রতি বছরের মত এবছরও ইদের নমাজের আয়োজন করা হয়েছিল। নমাজে অংশ নেন বহু মানুষ। নমাজের পর সব বয়সের মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি করে অভিনন্দন জানান। ইদের এই নমাজে এদিন হাজির ছিলেন মুক্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে অসহিষ্ণুতার পরিবেশে সকলকে সম্প্রীতি বজার রাখার পরামর্শ দেন তিনি। পরামর্শের সুরেই জানান, সকলে একসঙ্গে থাকলে কেউ কিছু করতে পারবে না। এদিন কলিন লেনেও ইদের খুশি ভাগ করে নিতে হাজির হন মুখ্যমন্ত্রী। রাজ্যের পাশাপাশি দেশ জুড়েও এদিন সর্বত্র পালিত হচ্ছে ইদ। দিল্লিতেও এদিন বিশেষ নমাজ পাঠের আয়োজন করা হয়েছিল। ইদ উপলক্ষে এদিন সকলকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।