বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শচীন তেন্ডুলকরের ছোটবেলার কোচ রমাকান্ত আচরেকর। শুধু শচীনের মত বিশ্ববরেণ্য ক্রিকেটার বলেই নয়, বিনোদ কাম্বলি, প্রবীণ আমরে, সমীর দিঘে, বলবিন্দর সিংয়ের মত ক্রিকেটারও তাঁর হাত দিয়েই তৈরি হয়েছেন। ভারতীয় ক্রিকেটে দিকপাল হিসাবে সামনে এসেছেন। সেই প্রবাদপ্রতিম ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকর ৮৭ বছর বয়সে চলে গেলেন। মুম্বইয়ের বাসিন্দা আচরেকর বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
রমাকান্ত আচরেকরের মৃত্যুতে ট্যুইট করে শোক প্রকাশ করেছে বিসিসিআই। কোচ হিসাবে দেশের সবচেয়ে বড় পুরস্কার দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়েছিলেন রমাকান্ত আচরেকর। তাঁকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করে ভারত সরকার।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)