আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ১৮৩ তম জন্মতিথি। প্রতি বছরের মতই এবছরও ভোর থেকেই বেলুড় মঠে নামে ভক্তের ঢল। সকাল থেকেই শুরু হয় বিশেষ পুজো। সকালে মঙ্গলারতি দিয়ে শুরু হয় পূজানুষ্ঠান। সঙ্গে ছিল বেদপাঠ সহ একের পর এক পূজানুষ্ঠান। বেলুড় মঠের মূল মন্দিরের পাশেই গঙ্গার ধারে তৈরি হয়েছিল অস্থায়ী মঞ্চ। সেখানেও এদিন সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান হয়। এছাড়া ভক্তদের মধ্যে হয় ভোগ বিতরণ। ছিল ধর্মসভার আয়োজন। শ্রীরামকৃষ্ণের জীবন ও দর্শন নিয়েও আলোচনা হয়।
অন্যদিকে শ্রীরামকৃষ্ণের জন্মভিটে হুগলির কামারপুকুরেও এদিন সকাল থেকেই ছিল সাজোসাজো রব। ফুলে ফুলে সাজিয়ে তোলা হয় কামারপুকুরের ভিটে, মন্দির। সেখানেও সকাল থেকেই নামে ভক্তের ঢল। পুণ্য দিনে শ্রীরামকৃষ্ণের জন্মভিটে ছুঁয়ে দেখার সৌভাগ্য গ্রহণে বেলা পর্যন্ত পুণ্যার্থীদের আগমন হয়। ছিল অনুষ্ঠানের আয়োজনও।