নতুন বিস্ময়ের ঝলকানি, বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিল ১৬ বছরের রমেশবাবু
৬৪ ঘরের জগতে দেশ গর্ব করার মত আরও এক প্রতিভাকে পেয়ে গেল। যার ঘুঁটির চালে কুপোকাত হয়ে গেলেন বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন।
প্রায় অপ্রতিরোধ্যই ধরা হয় তাঁকে। তিনি নরওয়ের ম্যাগনাস কার্লসেন। যিনি বিশ্বনাথন আনন্দের হাত থেকে কেড়ে নিয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়নের তকমা। পরপর ২ বার আনন্দ তাঁকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের যুদ্ধে পেয়েও হারাতে পারেননি। তাঁকে হারাতে পারেন না বিশ্বের তাবড় দাবাড়ুও।
সেই কার্লসেনের দুর্ভেদ্য দুর্গ গুঁড়িয়ে দিল ভারতের ১৬ বছরের দাবা বিস্ময় রমেশবাবু প্রজ্ঞানন্দ। চ্যাম্পিয়নস চেস ট্যুরে অংশ নিয়েছেন বিশ্বের প্রথমসারির ১৬ জন দাবাড়ু। সেই তালিকায় সবচেয়ে কম বয়সী গ্র্যান্ডমাস্টারটির নাম রমেশবাবু।
অনলাইনে এই প্রতিযোগিতা হচ্ছে। যেখানে শুরুটা মোটেও ভাল হয়নি রমেশবাবুর। বিশ্বের তাবড় দাবাড়ুদের কাছে পরপর ৩টি ম্যাচে হারতে হয়েছে তাকে। তারপর রমেশবাবু পায় কার্লসেনকে।
ফ্রেঞ্চ ডিফেন্সের টারাস ভেরিয়েশনের খেলায় কার্লসেন একটি ভুল চাল দেন। সেই ভুলের খেসারত তাঁকে দিতে হয়েছে হার দিয়ে। বিশ্বচ্যাম্পিয়নের সেই ভুলের সুযোগ নিতে ভুল করেনি রমেশবাবু। ৩৯ চালে হার স্বীকার করতে হয় বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে।
কার্লসেনকে হারানো যে চাট্টিখানি কথা নয় তা দাবা বিশ্ব জানে। তাই রমেশবাবুর এই অসামান্য কৃতিত্বের জন্য অনেক খেলোয়াড় তাঁকে বাহবা জানান।
মাত্র ১৬ বছরের এক কিশোরের এই বিস্ময়কর প্রতিভা ভারতীয় দাবাকেও আনন্দের পর স্বপ্ন দেখাতে শুরু করেছে। রমেশবাবুর হাত ধরেই কি দেশে ফেরত আসবে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ? আপাতত সেই আশা দেখছেন ৬৪ ঘরের বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা