অতি ভারী পাথরও জলে ভাসে, দেশের কোথায় গেলে দেখা পাবেন তার
পাথরের ছোট টুকরোও জলে ফেললে তা টুপ করে জলের তলায় চলে যায়। কিন্তু এই পাথর যত বড়ই হোক না কেন তা জলে ভাসতে থাকে।
পাথর মানেই ভারী বস্তু। তাই পাথরের টুকরোও জলে ফেললে তা ডুবতে সময় নেয় না। তাই পাথরও যে জলের ওপর ভাসতে পারে তা বিস্ময়কর। রামায়ণে সমুদ্র পার করতে লঙ্কা পর্যন্ত সমুদ্রে পাথর ফেলে রাস্তা তৈরির উল্লেখ যে পাওয়া যায় অর্থাৎ যে রাম সেতুর কথা জানতে পারা যায়, তার সঙ্গে এই পাথরের সংযোগ রয়েছে বলেই বিশ্বাস।
এই আজব পাথর ভারতের একটিমাত্র জায়গায় গেলে দেখা যায়। ভারতের শেষ বিন্দু বললে রামেশ্বর নামই মনে আসে। সেই রামেশ্বরে কেউ ঘুরতে গেলে তাঁর কাছে অন্যতম চমক হয় এই ভাসমান পাথর।
অতিকায় এবং অতি ভারী প্রস্তরও যে এভাবে জলে দিব্যি ভাসতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। রামেশ্বরে গেলে দেখতে পাওয়া যায় এই পাথর সাজানো রয়েছে। এ পাথর জলে ডোবে না। ঠেলে জলের মধ্যে ঢুকিয়ে দিলেও তা ভেসে ওঠে। তাই এই পাথর বেশ অবাক করে সকলকে।
বলা হয় শ্রীলঙ্কাতেও এমন পাথরের দেখা মেলে। রামেশ্বর থেকে শ্রীলঙ্কা খুব দূরে নয়। এই ২ জায়গাতেই এই বিশেষ ধরনের পাথরের উপস্থিতি বেশ চমকপ্রদ।
এ এমন এক বিস্ময় যা আজও মানুষকে চমকিত করতে থাকে। অনেকেই রামেশ্বরের এই পাথরের পাশে অন্য পাথর জলে ফেলে পরীক্ষা করে দেখেন সেটা ডুবছে কিনা। অন্য পাথর কিন্তু নিমেষে ডুবে যায় জলে। কিন্তু এই ভাসমান পাথর তার চেয়ে অনেক বড় হয়েও ভাসতে থাকে।