এবার বড়সড় সমস্যার মুখে রাণা দগ্গুবাটি
এক সমস্যার মুখে পড়তে হল বাহুবলী সিনেমার বল্লালদেবকে। তাঁকে এদিন ডেকে পাঠায় ইডি। এর আগেই ৪ অভিনেতাকে ডেকে পাঠিয়েছে ইডি।
বাহুবলী সিনেমার বল্লালদেবকে মনে আছে নিশ্চয়ই। সেই বল্লালদেব অর্থাৎ রাণা দগ্গুবাটি দক্ষিণী সিনেমার অত্যন্ত পরিচিত মুখ। এমনকি তাঁকে বলিউড সিনেমাতেও দেখা গেছে একাধিকবার। তাঁকে পড়তে হল ইডির জেরার মুখে। মাদক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি।
এদিন এই দক্ষিণী তারকা ইডি অফিসে আসার আগে থেকেই সেখানে সাংবাদিক, চিত্রগ্রাহকদের ভিড় জমেছিল। রাণাকে কার্যত সকলকে সামলে ইডি অফিসে নিয়ে যেতে হয়। হায়দরাবাদে ইডি দফতরে ২০১৭ সালের একটি মাদক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা।
রাণা দগ্গুবাটিকে এর আগেই সমন পাঠিয়েছিল ইডি। তাঁর ব্যাঙ্ক ডিটেলস ও অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্নের মুখে রাণাকে পড়তে হয়েছে বলে খবর।
রাণার আগেই এই মামলায় ৪ অভিনেতা, পরিচালককে ডেকে পাঠিয়েছিল ইডি। যার মধ্যে রয়েছেন দক্ষিণী সিনেমার বিখ্যাত পরিচালক পুরী জগন্নাথ, অভিনেত্রী চার্মি কউর, রাকুল প্রীত সিং এবং নন্দু। এঁদের আগেই পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এবার ডাকা হল রাণাকে।
এলএসডি, এমডিএমএ-র মত ক্লাস এ নিষিদ্ধ মাদকের ক্ষেত্রে আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করতে ১০ জন দক্ষিণী সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বকে সমন পাঠিয়েছিল ইডি। তার মধ্যে ৫ জনকে জেরা করল তারা।
এছাড়াও একটি প্রথমসারির ক্লাবের ২ কর্মীকে ডেকে পাঠিয়েছে ইডি। এখনও ইডির জেরার মুখে পড়তে বাকি রয়েছেন অভিনেতা রবি তেজা, রবি তেজার গাড়ির চালক, মুমাইত খান, নভদীপ ও তানিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা