১৯টা বছর কম কথা নয়। এই ১৯ বছরে মীরা নায়ার তাঁর সিনেমায় অভিনয় করার জন্য রণদীপ হুডাকে ডাকেননি। সেই শেষবার মনসুন ওয়েডিংয়ে অভিনয় করেন রণদীপ। তারপর থেকে মীরার ছবিতে ডাক পাননি। অবশেষে ফের ডাক পেলেন। রণদীপকেই সুটেবল বয় বলে মনে হয়েছে মীরার। আর তাই ডাক। মীরা নায়ার তাঁর নয়া ওয়েব সিরিজের জন্য রণদীপ হুডাকে কাস্ট করছেন। বিখ্যাত লেখক বিক্রম শেঠ-এর সাড়াজাগানো লেখা ‘অ্যা সুটেবল বয়’। সেই কাহিনি অবলম্বনেই মীরা নায়ার তৈরি করছেন সুটেবল বয়। তাতেই জায়গা পাচ্ছেন রণদীপ।
রণদীপ হুডা সংবাদ সংস্থা আইএএনএস-র কাছে স্বীকার করেছেন যে তিনি মীরা নায়ারের সঙ্গে কাজ করছেন। তবে তাঁর চরিত্র নিয়ে তিনি এখনই কিছু বলতে নারাজ। তাঁর মতে, এ নিয়ে আলোচনার সময় এখনও আসেনি। অ্যা সুটেবল বয় লেখাটি ভারত স্বাধীন হওয়ার ঠিক পরে পরেই ৪টি পরিবারের জীবন, ভালবাসা, দৈনন্দিন টানাপোড়েনকে নিয়ে লেখা একটি সুখপাঠ্য। এখন সেই গল্পকে পর্দায় মীরা কেমন করে ফোটান তা অবশ্যই দেখার।
তবে নিউইয়র্ক নিবাসী মীরা নায়ার যে চলচ্চিত্র নির্মাণে দক্ষ তার প্রমাণ তিনি আগেই দিয়েছেন। ফলে প্রত্যাশা থাকছেই। রণদীপ ছাড়াও বলিউডের বেশ কয়েকটি পরিচিত মুখ থাকছে এই ওয়েব সিরিজে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)