Entertainment

হাসপাতালে ভর্তি রণধীর কাপুর

হাসপাতালে ভর্তি করা হল একসময়ের বলিউড তারকা রণধীর কাপুরকে। গত বুধবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পজিটিভ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিত্রতারকা রণধীর কাপুরও করোনায় আক্রান্ত হলেন। তাঁকে হোম আইসোলেশনে রাখেনি পরিবার। ভর্তি করা হয়েছে হাসপাতালে।

গত বুধবার রাতেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রেখেছেন চিকিৎসকেরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল।


করিশ্মা কাপুর ও করিনা কাপুরের বাবা রণধীর কাপুরের বয়স এখন ৭৪ বছর। তাই পরিবার তাঁকে নিয়ে উদ্বিগ্ন। গত বছরই ভাই ঋষি কাপুরের মৃত্যু হয়েছে। এবছর মৃত্যু হয়েছে আর এক ভাই রাজীব কাপুরের।

এখন তাঁর প্রজন্মের কাপুর পরিবারে রণধীরই জীবিত। কদিন আগে রণবীর কাপুরও করোনা সংক্রমণের শিকার হন। এবার জ্যাঠা রণধীর কাপুরও করোনা সংক্রমিত হলেন।


কাপুর পরিবারের পক্ষ থেকে রণধীর কাপুরের অবস্থার খোঁজ নেওয়া চলছে। বলিউডের অনেক তারকাও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। উদ্বেগ আরও বাড়িয়েছে ঋষি কাপুর ও রাজীব কাপুরের প্রয়াণ। যা মাত্র কয়েক মাসের ব্যবধানে সংঘটিত হয়েছে।

মহারাষ্ট্রের পরিস্থিতি এখন শোচনীয়। বলিউডেও বারবার করোনা থাবা বসিয়েছে। প্রাণও কেড়েছে প্রথিতযশা মানুষজনের। করোনা দ্বিতীয় ঢেউ মহারাষ্ট্রের সঙ্গে সঙ্গে টিনসেল টাউনেও ছড়িয়েছে।

চিত্র তারকারা তো সংক্রমিত হচ্ছেনই, সেইসঙ্গে অনেক কলাকুশলীও সংক্রমিত হচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button