মাঝ আকাশে মদ্যপ সহযাত্রীর হাতে যৌন হেনস্থার শিকার হতে হল ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গের দিদি ব়্যান্ডি জুকারবার্গকে। যৌন হয়রানির পুরো ঘটনা জানিয়ে ফেসবুকে একটি পোস্টও করেন ব়্যান্ডি। গত নভেম্বরে আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে মেক্সিকোর মাজাটলানের উদ্দেশে রওনা দেন ব়্যান্ডি। আলাস্কা এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের যাত্রী ব়্যান্ডির পাশে বসেন তাঁর সহকর্মী ও অপর এক পুরুষ সহযাত্রী। মার্ক জুকারবার্গের দিদির অভিযোগ, অপরিচিত ওই সহযাত্রী কিছুক্ষণ পরে তাঁর সঙ্গে অভব্য আচরণ করা শুরু করে।
মদ্যপ ওই যাত্রী ব়্যান্ডির শরীর স্পর্শ করে অশালীন মন্তব্য করতে থাকে বলে অভিযোগ। ব়্যান্ডিকে কুপ্রস্তাব দিয়েই কেবল থেমে থাকেনি ওই যাত্রী, বিমানের অন্যান্য মহিলা সহযাত্রী সম্পর্কেও সে কুমন্তব্য করতে থাকে বলে দাবি ব়্যান্ডি জুকারবার্গের। বাধ্য হয়ে পুরো বিষয়টি বিমানে উপস্থিত কর্মীদের নজরে আনেন ব়্যান্ডি জুকারবার্গ। কিন্তু তাঁরা বিষয়টিকে পাত্তা তো দেননি, উল্টে তাঁরা তাঁকে আপোষ করে নেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ ব়্যান্ডি জুকারবার্গের।
বিমান কর্মীদের অসহযোগিতায় ক্ষুব্ধ ব়্যান্ডি এরপর সোজা পুরো ঘটনার কথা জানিয়ে বিমান কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে আলাস্কা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আপাতত অনির্দিষ্টকালের জন্য অভিযুক্তের বিমান সফর বাতিল করা হয়েছে।
(ছবি – সৌজন্যে – ফেসবুক)