রানি মুখোপাধ্যায় হাইড্রোফোবিয়ার শিকার। তিনি জলে ভয় পান। এটা বলিউডের অনেকেই জানেন। কিন্তু সেই রানির জলে ভয় কেটে গেল অভিনয় করতে গিয়ে। অভিনয়ে জলের তলায় ছিল সিকোয়েন্স। আর তা শ্যুট করতে রানিকে জলের তলায় অ্যাকশন দৃশ্যে অভিনয় করতেই হত। কিন্তু তিনি তো জলে ভয় পান। রানি নিজেই জানিয়েছেন কীভাবে তাঁর সেই ভয় কাটিয়ে তিনি অভিনয় করলেন শেষ পর্যন্ত।
রানি মুখোপাধ্যায়ের মর্দানি সিনেমার সিকুয়েল তৈরি হচ্ছে। মর্দানি ২ নাম দিয়ে সেই সিনেমায় রানিই মুখ্য চরিত্রে। সেই সিনেমায় যে জলের তলায় একটা অ্যাকশন দৃশ্য রয়েছে তা রানি জানতে পারেন যখন তাঁকে স্ক্রিপ্ট পড়ে শোনানো হচ্ছিল। এই দৃশ্যের কথা শুনে তাঁর ভাল লাগেনি। রানি জানাচ্ছেন, তাঁর ছোট থেকেই জলে ভয়। তাই তিনি পুলেও জলে নামতেন না। তিনি এখনও সাঁতার জানেননা।
রানি জানান দৃশ্যটা শোনার পর পরিচালক গোপী পুথরানকে তিনি জিজ্ঞাসা করেন এই দৃশ্যটা কী না রাখলেই নয়? এটা কী সিনেমায় খুব গুরুত্বপূর্ণ? রানি জানান, তাঁকে অবাক করে গোপী জানিয়ে দেন এটা কিছুতেই বাদ দেওয়া যাবেনা। রানি বুঝতে পারেন কিছুই করার নেই। তাই তিনি গোপীকে এই দৃশ্যটি সিনেমার শেষে শ্যুট করা জন্য রাখতে বলেন। এরমধ্যে মনকে শক্ত করে সাঁতার শেখা শুরু করেন রানি।
জলের ভয় কাটিয়ে ওঠা এত সোজা ছিলনা। রানির মতে যদি সিনটা কেবল একটা বিউটি শট দেওয়ার হত তাও কথা ছিল। কিন্তু জলের তলায় অ্যাকশন। তাও আবার রাতের অন্ধকারে। সিনেমার শ্যুটিং শেষ হয় গত জুন মাসে। কেবল এই দৃশ্যটি বাকি ছিল। অবশেষে পিছোতে পিছোতে অক্টোবরে গিয়ে সেই দৃশ্য শ্যুট করতেই হয় রানিকে। আর সকলকে অবাক করে সেই দৃশ্য সম্পূর্ণও করেন তিনি। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রানির এই সিনেমা। সেখানেই দেখা যাবে রানি জলের তলায় কেমন অ্যাকশন দৃশ্য করলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা