প্রয়াত কামসূত্র, খাট্টা মিঠা খ্যাত অভিনেতা, শোকস্তব্ধ বলিউড
রঞ্জিত কমেডি চরিত্র দিয়ে শুরু করেন তাঁর অভিনয় যাত্রা। একইসঙ্গে সিনেমা ও থিয়েটার, দুটিতেই অভিনয় করে যান তিনি।
করোনা উদ্বেগের মধ্যেই চলে গেলেন বলিউড তথা হলিউডে চুটিয়ে অভিনয় করা রঞ্জিত চৌধুরি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। বর্তমানে মার্কিন মুলুকেই বেশি সময় থাকতেন তিনি। কিন্তু কোভিড ছড়িয়ে পড়ায় তিনি ভারত থেকে সেখানে ফিরতে পারেননি। তাই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতেই।
প্রয়াত অভিনেত্রী পার্ল পদমসি-র ছেলে রঞ্জিত ছিলেন প্রয়াত অ্যাডগুরু অ্যালেক পদমসির সৎ ছেলে। ১৯৭৮ সালে বাসু চট্টোপাধ্যায়ের সিনেমা খাট্টা মিঠা দিয়ে রুপোলী পর্দায় যাত্রা শুরু করেন রঞ্জিত। তারপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।
রঞ্জিত কমেডি চরিত্র দিয়ে শুরু করেন তাঁর অভিনয় যাত্রা। একইসঙ্গে সিনেমা ও থিয়েটার, দুটিতেই অভিনয় করে যান তিনি। একদিকে যেমন শেখর কাপুরের ব্যান্ডিট কুইন-এ তিনি নজর কেড়েছেন, তেমনই অন্যদিকে মীরা নায়ারের মিসিসিপি মশালা-তে তাঁকে দেখা গেছে। ১৯৯৬ সালে মীরা নায়ারের বিখ্যাত সিনেমা কামসূত্র:এ টেল অফ লাভ-এও তিনি সমানভাবে তাঁর অভিনয় প্রতিভায় নজর কেড়েছেন। আবার তাঁকে দেখা গেছে হৃষীকেশ মুখোপাধ্যায়ের খুবসুরত-এ।
বলিউড বলেই নয়, হলিউডেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। দ্যা নাইট উই নেভার মেট, নিকোলাস কেজ-এর সঙ্গে ইট কুড হ্যাপেন টু ইউ, লাস্ট হলিডে-এর মত হলিউড সিনেমায় রঞ্জিতের উজ্জ্বল উপস্থিতি ভারতীয়দের গর্বিত করেছে। প্রিজন ব্রেক নামে একটি বিখ্যাত মার্কিন সিরিয়ালেও অভিনয় করতে দেখা গেছে রঞ্জিত চৌধুরিকে। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা