রাণাঘাট স্টেশন থেকে বলিউডের গায়িকা। এই সফর অতি অল্প সময়ে শেষ করেছেন রানু মণ্ডল। ভাগ্যের চাকা তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের আবর্তে। যা কিছুদিন আগেও রাণাঘাটের স্টেশনে বসে আপন মনে গান গাওয়া রানু কল্পনা করতে পারেননি। কল্পনা করতে পারেননি তাঁর পরিবার থেকে প্রতিবেশি কেউই। সেই রানু মণ্ডলের উত্থান কাহিনি এখন রূপকথার গল্পের মত ছড়িয়ে পড়েছে সর্বত্র। তাঁকে নিয়ে বলিউডেও হৈচৈয়ের শেষ নেই। তাঁকে গান গাওয়ার সুযোগ দিয়েছেন হিমেশ রেশমিয়ার মত বলিউডের প্রথমসারির গায়ক-সুরকার।
হিমেশ রানুকে দিয়ে প্রথমে রেকর্ড করান ইতিহাস তৈরি করা ‘তেরি মেরি কাহানি’ গানটি। ফের রানু মণ্ডলকে নিয়ে রেকর্ডিং স্টুডিওতে ঢুকলেন হিমেশ। এবার গাওয়ালেন ‘আদত’ নামে গানটি। গানের রেকর্ডিংয়ের কিছু ঝলক হিমেশ সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। তাঁর আসতে চলা সিনেমা ‘হ্যাপি হার্ডি এন্ড হির’-এর গান আদত রেকর্ড করা হয়ে গিয়েছে। গান গেয়েছেন রানু মণ্ডল।
ইন্টারনেট যে কতটা শক্তিশালী, সোশ্যাল সাইটের যে কী ভীষণ ক্ষমতা তা রানু মণ্ডলকে দেখলেই পরিস্কার হয়ে যায়। রাণাঘাটের স্টেশনে বসে গান গাওয়ার সময় তাঁর গান রেকর্ড করে সোশ্যাল সাইটে আপলোড করেন এক যুবক। তারপর তা ভাইরাল হয়। রানুর সুনাম ছড়ায় আরব পাড়ের মায়ানগরীতে। তারপরই আসে ডাক। আপাতত ইন্টারনেট সেনশেসন রানু মণ্ডল বলিউডে গান গাইছেন। প্রতিভা তার প্রাপ্য সম্মান অর্জন করেছে, এই বিষয়টিকে বাহবা জানাচ্ছেন সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা