যত গণ্ডগোল ‘পদ্মাবতী’-র শ্যুটিং-এ! সঞ্জয় লীলা বনশালির এই ছবির ক্লাইম্যাক্সের শ্যুটিং চলছিল মুম্বইয়ে। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে মাথায় চোট পান তিনি। তারপরও তিনি শ্যুটিং করছিলেন। কিন্তু মাথা ফেটে তখন রক্ত ঝরতে শুরু করেছে। রক্ত দেখে দ্রুত সেটেই ওষুধপত্র লাগানো হয়। পরে রণবীরকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষত এতটাই গভীর ছিল যে তাঁর মাথায় সেলাই পড়ে। কিন্তু তাতেও দমবার পাত্র নন পদ্মাবতী সিনেমায় আলাউদ্দিন খিলজি। ফের ফিরে আসেন সেটে। চোট নিয়েই সম্পূর্ণ করেন তাঁর অংশের শ্যুটিং। এখন যা অবস্থা তাতে পদ্মাবতী সিনেমার শ্যুটিং শেষ করতে পারলে বাঁচেন সঞ্জয় লীলা বানসালী। এর আগে সিনেমার কিছু দৃশ্য রাজস্থানে শ্যুট করতে গিয়ে কর্ণী সেনার হামলার মুখে পড়তে হয় তাঁকে। মারও খেতে হয় ডিরেক্টরকে। সেখান থেকে চলে এসে মুম্বইয়ে সেট তৈরি পদ্মাবতীর শ্যুটিং শুরু করেন। সেখানেও বিপত্তি। দুষ্কৃতী তাণ্ডবে পুড়ে যায় গোটা সেট। এবার সিনেমার মুখ্য চরিত্র রণবীরের মাথায় চোট! সব নিয়ে ল্যাজে গোবরে দশা সঞ্জয় লীলা বনশালি!