কীভাবে ইলেকট্রিক শক খেতে হয় তাও শিখলেন রণবীর
সিনেমায় অভিনয়ের জন্য অনেক কিছু শিখে নিতে হয়। বলিউড তারকা রণবীর সিংকেও তা করতে হয়। তাঁকে শিখে নিতে হল ইলেকট্রিক শক খাওয়া।
বলিউডের প্রথমসারির তারকাদের মধ্যে অবশ্যই রণবীর সিং একটা নাম। যাঁর সিনেমা সহজে ফ্লপের মুখ দেখে না। সেই রণবীরের নতুন সিনেমা সার্কাস এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে। তার আগে অবশ্য সিনেমার একটি ক্যামেরার পিছনের কাহিনি সকলের সঙ্গে ভাগ করে নিলেন রণবীর সিং।
রণবীর জানিয়েছেন সার্কাস সিনেমাটিতে একটি দৃশ্যে তাঁকে ইলেকট্রিক শক খেতে হয়। একজন ব্যক্তি ইলেকট্রিক শক খেলে তাঁর অভিব্যক্তি কেমন হয় তা পর্দায় বাস্তবের মতই ফুটিয়ে তোলাটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এজন্য পরিচালক রোহিত শেট্টি রণবীরকে সিনেমার শ্যুটিং শুরুর আগে থেকেই তৈরি করা শুরু করেছিলেন। যাতে শ্যুটিংয়ে রণবীর তা সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেন।
রণবীর জানিয়েছেন সিনেমার শ্যুটিং শুরুর আগেই রোহিত শেট্টি তাঁকে এই ইলেকট্রিক শক খাওয়ার বিশেষ দৃশ্যটি বারবার করে অনুশীলন করান। অবশ্যই ইলেকট্রিক শক দিয়ে নয়। তবে ইলেকট্রিক শক খেলে মানুষের কেমন অবস্থা হয় তা বুঝিয়ে ঠিক সেটাই পর্দায় ফুটিয়ে তোলায় যাতে খামতি না থাকে সেজন্য অনুশীলন চলে টানা।
এরপর শ্যুটিংয়ে সেই অনুশীলন কাজে আসে। রণবীর সিংয়ের মতে তিনি ইলেকট্রিক শক খাওয়ার দৃশ্যটিতে অভিনয় করার পর তা দেখে বাস্তব বলেই মনে হয়েছে।
সেটিকে আরও বাস্তব করে তুলতে রোহিত শেট্টি কয়েকটি স্পেশাল এফেক্টও যোগ করেছেন। সার্কাস একটি হাস্যকৌতুক সিনেমা। যেখানে রণবীর ডবল রোল করছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা