Entertainment

সুইৎজারল্যান্ডে পথচলা শুরু রণবীরের নামাঙ্কিত ট্রেনের

বলিউড তারকা রণবীর সিংয়ের নামে জুড়ল নতুন পালক। সুইৎজারল্যান্ডে আস্ত একটা ট্রেন নিজের নামে করে ফেললেন ৩২ বছরের বলিউড অভিনেতা। ট্রেনের নাম ‘রণবীর অন ট্যুর’। এই প্রথম কোনও ভারতীয় অভিনেতার নামে সুইৎজারল্যান্ডের ট্রেনের নামকরণ করা হল। আসলে ছবির মত সুন্দর দেশটির জেন ওয়াই প্রজন্মের হার্টথ্রব রণবীর সিং। সুইৎজারল্যান্ডে ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ খ্যাত অভিনেতার জনপ্রিয়তা তুঙ্গে। সে কথা মাথায় রেখেই এবং ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশের পর্যটকদের আকর্ষণ করার উদ্দেশ্যেই রণবীরের নামে ট্রেনের নামকরণ করার সিদ্ধান্ত নেয় সুইৎজারল্যান্ডের পর্যটন দফতর। সোমবার থেকে শুরু হল পর্বত প্রদেশের বুক চিরে ‘রণবীর অন ট্যুর’-এর ঝমঝমিয়ে পথ চলা। সুইৎজারল্যান্ডের গোল্ডেন লাইন হয়ে আল্পস পর্বত পর্যন্ত সীমায়িত এই ট্রেনের গতিপথ। প্রসঙ্গত রণবীর সুইৎজারল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও।

১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল প্রয়াত যশ চোপড়া প্রযোজিত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ছবিতে রাজ ও সিমরন অর্থাৎ শাহরুখ খান ও কাজলের খুনসুটিতে ভরপুর প্রেমে ভর করে সুইৎজারল্যান্ডের নৈসর্গিক মনোরম দৃশ্য রূপোলী পর্দায় ফুটিয়ে তুলেছিলেন যশ চোপড়া। সুপারহিট ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র হাত ধরে শাহরুখে মজে যান সুইৎজারল্যান্ডবাসী। এর পরেই বলিউডের অন্যতম পছন্দের ‘শ্যুটিং ডেস্টিনেশন’ হয়ে ওঠে সুইৎজারল্যান্ড। এই ক’বছরে বহু অভিনেতা-অভিনেত্রীর পা পড়েছে সুইৎজারল্যান্ডে। তবে আস্ত একটা ট্রেনের ‘নাম’ হয়ে উঠতে পারেননি কেউই। এমনকি শাহরুখ খানও নন। সেখানে রণবীরের এই প্রাপ্তি অবশ্যই ভারতবাসীর জন্য গর্বের। — ছবি – সৌজন্যে – ট্যুইটার



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button