২ বছরের জন্য সাসপেনশন একজন খেলোয়াড়ের জীবনে কম নয়। ক্রিকেটারদের খেলার জীবন বিশাল হয়না। সেখানে কোনও তরুণ প্রতিভা যদি ২ বছরের জন্য সাসপেন্ড হন তবে তা তাঁর জন্য বড় ধাক্কা। যিনি কিনা ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের মত আইপিএল-এর অন্যতম দলে জায়গা পেয়েছেন। কিন্তু বয়স ভাঁড়িয়ে বিসিসিআই-এর কাছে ভুয়ো জন্ম প্রমাণ দাখিল করার শাস্তি তো পেতেই হত। সেটাই পেয়েছেন তিনি।
জম্মু কাশ্মীরের খেলোয়াড়। এখন খেলছেন মুম্বই ইন্ডিয়ান্সে। নাম রসিক সালাম। পেস বোলার রসিক সুযোগ পেয়েছিলেন ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলেও। কিন্তু তারপরই বিসিসিআই জানতে পারে জম্মু কাশ্মীর স্কুল বোর্ডের কাছে যে জন্মের প্রমাণ রেকর্ড হিসাবে জমা রয়েছে তাতে রসিকের যে জন্ম তথ্য দেওয়া আছে তার সঙ্গে জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের তথ্য মিলছে না। তারপরই বয়স ভাঁড়ানোর বিষয়টি সামনে চলে আসে।
গত ৯ জুনই রসিককে ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে জায়গা দেয় বিসিসিআই। এই দল ইংল্যান্ডে একটি সিরিজ খেলবে। এত বড় সুযোগ বয়স ভাঁড়ানোর কারণে হাতছাড়া হল রসিকের। ক্রিকেট কেরিয়ারেও একটা বড় দাগ পড়ে গেল। ২ বছরের জন্য সাসপেন্ডও হতে হল তাঁকে। এদিকে রসিক সাসপেন্ড হওয়ার পর ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে তাঁর জায়গায় জায়গা পেয়েছেন প্রভাত মৌর্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা