State

রথযাত্রা স্থগিত, মাহেশে রথের দিনের পুজো হল নিয়ম মেনেই

শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা এ রাজ্যের গৌরব। এবারই প্রথম মাহেশের রথের দড়িতে টান পড়ল না।

কলকাতা : করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার শ্রীরামপুরের মাহেশের প্রাচীন রথযাত্রা স্থগিত হয়েছে। ৬২৪ তম বর্ষ এবার। গত ৬২৩ বছর ধরে চলে আসা মাহেশের রথযাত্রায় কখনও এর আগে ছেদ পড়েনি। সেই ৬২৩ বছরের পরম্পরা এবার ভাঙল। বার হল না মাহেশের রথ। অবশ্যই তাতে মন খারাপ ভক্তদের। দূর দূর থেকেও মাহেশের রথ দেখতে মানুষ ভিড় জমান এখানে। এবার তা অমিল।

রথের দড়িতে টান না পড়লেও মাহেশের মন্দিরে এদিন পুজোয় খামতি রইল না। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এদিন সকালে মন্দির চত্বরেই বাইরে বারান্দায় এনে রাখা হয়। সেখানেই পুজো হয়। তবে ভক্তদের ভিড় করতে দেওয়া হয়নি। মন্দিরের সেবায়েত থেকে পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ববিধি, মুখে মাস্ক পরেই সকলে আসেন।


মন্দিরের তরফে এদিন মাহেশের মন্দিরেই একটি অস্থায়ী মাসির বাড়ি তৈরি করা হয়েছে। সেখানেই থাকবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আর শালগ্রাম শিলাকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে প্রদক্ষিণ করিয়ে সেই শালগ্রাম শিলা যাবে প্রতি বছর যে মাসির বাড়িতে জগন্নাথ যান সেখানে। এদিন রথের রশিতে টান না পড়ায় অবশ্য ভক্তদের মন খারাপ। মন খারাপ মেলা হল না বলেও। কারণ মাহেশের রথের সঙ্গে সঙ্গে মাহেশের রথকে কেন্দ্র করে রথের মেলার প্রসিদ্ধিও নেহাত কম নয়।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button