কলকাতায় ইস্কনের রথযাত্রার শুভসূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অ্যালবার্ট রোডে ইস্কনের মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। রথের রশি টেনে যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ইস্কনের রথযাত্রার সূচনায় উপস্থিত ছিলেন টলিউড তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে।
এবার ইস্কনের রথযাত্রার সুবর্ণজয়ন্তী বর্ষ। ইস্কনের রথ ঘিরে বহু মানুষের ঢল নামে কলকাতার রাস্তায়। ইস্কনের রথ বিভিন্ন পথ পরিক্রমা করে ময়দানে শেষ হবে। সেখানেই আগামী ৯ দিন থাকবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সাধারণ মানুষ বিকেল ৪টে থেকে ৯টা পর্যন্ত জগন্নাথ দর্শন করতে পারবেন। এই কদিনের জন্য এখানে মেলার আয়োজন করা হয়। সেখান থেকেই উল্টোরথের দিন ফের ইস্কন মন্দিরে ফিরে আসবেন শ্রীজগন্নাথ।