পুলওয়ামায় শহিদদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিল অভিনেত্রী তথা লেখিকা রবিনা ট্যান্ডনের ফাউন্ডেশন। একটি অনুষ্ঠানের ফাঁকে রবিনা জানান, তাঁর ফাউন্ডেশন শুধু শহিদদের কন্যা সন্তানদের দায়িত্ব নেবে এমন নয়, সব শহিদের সন্তানদেরই স্কলারশিপ দেবে তাঁর ফাউন্ডেশন। যাতে তাদের পড়াশোনা তারা এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, শুধু পুলওয়ামায় শহিদ সেনা বলেই নয়, সব শহিদদের সন্তানেরা যাতে পড়াশোনা চালাতে পারে তার জন্য হাত বাড়িয়ে দেবে তাঁর ফাউন্ডেশন।
বলিউড তারকা অক্ষয় কুমারের প্রাক্তন স্ত্রী রবিনা ট্যান্ডন বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত। সেজন্য তাঁর ফাউন্ডেশন কাজ করছে। পুলওয়ামায় জঙ্গি হানার পর শহিদ পরিবারের জন্য শহিদরা যে রাজ্যের বাসিন্দা ছিলেন সেসব রাজ্য সরকার, কেন্দ্র ও বিভিন্ন সংগঠন পরিবারগুলির সাহায্যে এগিয়ে এসেছে। অনেকে ব্যক্তিগতভাবেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
শহিদরা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাঁদের এই বলিদানকে সম্মান জানিয়ে দেশের মানুষের এই এগিয়ে আসা অন্তত শহিদদের পরিবারগুলোকে তো বাঁচাবে। এভাবে হয়ত কোথাও শান্তি পাবেন এই বীর শহিদরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)