একটি গানের দৃশ্যে নিজের পোশাক বদলের কাণ্ড আজও ভুলতে পারেননি রবিনা ট্যান্ডন
১৯৯৬ সালের সিনেমা রক্ষক-এ একটি গানে সুনীল শেট্টির সঙ্গে অভিনয়ের সময় একটা কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। যা আজও একটা ইতিহাস।
১৯৯৬ সালের সিনেমা রক্ষক বক্স অফিসে দারুণ ফল করেছিল। সে সিনেমায় ছিলেন সুনীল শেট্টি ও রবিনা ট্যান্ডন। সিনেমার একটি গান রীতিমত জনপ্রিয় হয়। সেই শহর কি লড়কি গানে একটি দৃশ্য ছিল।
সেই দৃশ্যে সুনীল শেট্টি একটি জায়গায় সাদা পোশাকে দাঁড়িয়ে হ্যান্ডশেক করছেন রবিনার সঙ্গে। সে দৃশ্যে রবিনার পরনের পোশাক ৪ বার বদলে যায়। প্রতিটি পোশাকে ৩ সেকেন্ড করে ছিলেন ক্যামেরায়। এই দৃশ্যেই এমন এক কাজ করেন রবিনা যা আজও বলিউডে অনেকের মনে আছে।
এই ধরনের দৃশ্যে নায়িকা যতক্ষণে পোশাক বদল করেন নায়ককে একভাবে হাত বাড়িয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় একই ভঙ্গিমায়। নাহলে পোশাক বদলের পরের দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য থাকেনা। ফলে সুনীল শেট্টিকে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল প্রায় স্ট্যাচু সেজে।
রবিনা জানান, এই সময় পোশাক বদলের জন্য তিনি এক ছুটে ভ্যানে যাচ্ছিলেন। আর পরক্ষণেই নতুন পোশাকে ফিরে আসছিলেন। তিনি এত দ্রুত পোশাক পরিবর্তন করতে থাকেন যে তা গোটা ইউনিটকে তাক লাগিয়ে দেয়। এত দ্রুত কেউ এভাবে পোশাক বদলে ফিরতে পারেননি।
সুনীল শেট্টিকে যাতে ওভাবে স্ট্যাচু সেজে দাঁড়িয়ে থাকতে না হয়, সেটা মাথায় রেখেই রবিনা পোশাক বদলে রেকর্ড গড়ে ফেলেছিলেন। দ্রুততম পোশাক পরিবর্তনের রেকর্ড।
প্রসঙ্গত ওই দৃশ্যে ৪টি পোশাকে দেখা যায় রবিনা ট্যান্ডনকে। এই ধরনের স্টপ ব্লক শটে সুনীল শেট্টিও দারুণ অভিনয় করেন। বোঝার উপায় নেই যে রবিনার পোশাক বদলের সময় সুনীল স্ট্যাচু সেজে ওখানে দাঁড়িয়ে ছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা