এক বিখ্যাত মহিলা তাঁকে রাতে কফি খেতে ডাকেন, তারপর কি হল বললেন অভিনেতা রবি কিষাণ
সিনেমা জগতে শুধু মহিলারাই নন, পুরুষরাও যে কাস্টিং কাউচের শিকার হন তার উদাহরণ তুলে ধরলেন বিখ্যাত অভিনেতা তথা রাজনীতিবিদ রবি কিষাণ।
সিনেমা জগতে তাঁকেও কাস্টিং কাউচের মুখে পড়তে হয়েছিল। তাঁকে রাতে কফি খাওয়ার জন্য আসতে বলেন এক বিখ্যাত মহিলা। বর্তমানে তিনি যে এক বিরাট নাম তাও জানান অভিনেতা রবি কিষাণ।
বিখ্যাত এই অভিনেতা একটি টিভি অনুষ্ঠানে যোগ দিয়ে জানান, তাঁকে একদিন ওই মহিলা বলেন, রাতে কফি খেতে আসতে। রবি জানান, তিনি বুঝতে পারেন যে রাতে কেউ কফি খেতে ডাকে না। কফি তো দিনেই খাওয়া যায়।
ফলে ইঙ্গিত বুঝতে তাঁর অসুবিধা হয়নি। তিনি অবশ্য সেই অফারে রাতে কফি খেতে হাজির হননি। কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে সেই অবস্থা থেকে বার করে আনেন। কিন্তু এটা যে সিনেমা ইন্ডাস্ট্রিতে হয় তাও মেনে নিয়েছেন রবি কিষাণ।
তিনি বলেন, তাঁকে তাঁর বাবা বলেছিলেন সততার সঙ্গে যে কোনও কাজ করতে। কারণ সাফল্যের কোনও শর্টকাট রাস্তা হয়না। তাঁর নিজের প্রতিভার ওপরও আস্থা ছিল। তাই তিনি এগুলিকে এড়িয়ে যান।
কিন্তু কে সেই মহিলা যিনি রবিকে রাতে কফি খেতে ডেকেছিলেন? রবি কিষাণ জানান, সেই মহিলা এখন এক বিশাল নাম। তাই তিনি তাঁর নাম জানাতে পারবেননা।
তবে এই ঘটনা তাঁর সঙ্গে ঘটেছিল তা নিশ্চিত করেন ভোজপুরি সিনেমার অন্যতম নায়ক রবি কিষাণ। যিনি পরবর্তীকালে হিন্দি সহ দক্ষিণী সিনেমাতেও নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা