জাতীয় পরিবেশ আদালত নির্দেশিত ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দেবেন না তিনি। আর সেজন্য যদি তাঁকে জেলেও যেতে হয় তাতেও তিনি রাজি। বৃহস্পতিবার এমনই মন্তব্য করে যমুনা ধারের পরিবেশ বিতর্ক উস্কে দিলেন শ্রী শ্রী রবিশঙ্কর।
আর্ট অব লিভিং সংস্থার প্রধান শ্রী শ্রী রবিশঙ্করের দাবি, তাঁরা কোনও অন্যায় করেননি। যমুনার ধারে একটি আন্তর্জাতিক উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে দেশ বিদেশ থেকে বহু মানুষ আসছেন। তিনদিনের এই উৎসবকে সাংস্কৃতিক অলিম্পিক বলে ব্যখ্যা করেছেন তিনি। ১১ থেকে ১৩ মার্চ পর্যন্ত হতে চলা এই উৎসবকে কেন্দ্র করে অনেকদিন ধরেই নয়াদিল্লিতে যমুনা নদীর চর জুড়ে সাজসাজ রব। চলছে তাঁবু তৈরি থেকে স্টেজ নির্মাণ। এত মানুষের সমাগম। তাই বিভিন্ন জায়গায় নির্মাণ কাজে সেনা বাহিনীকেও হাত লাগাতে দেখা গেছে।
কিন্তু পরিবেশবিদ ও বেশ কিছু এনজিও সংস্থার দাবি এতে নষ্ট হবে যমুনা নদীর বাস্তুতন্ত্র। যা আগামী দিনে সার্বিক পরিবেশের পক্ষে হানিকারক হতে চলেছে। অবিলম্বে এই উৎসব বন্ধ করার জন্য জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হন তাঁরা। গত বুধবার উৎসব বন্ধ না করলেও উদ্যোক্তা সংস্থা আর্ট অব লিভিংকে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয় আদালত। সেই ক্ষতিপূরণের টাকা দিতে এদিন সরাসরি অস্বীকার করলেন শ্রী শ্রী রবিশঙ্কর।