
একসময়ে নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণ তিনি কর্মে বিশ্বাস করেন, পুরস্কারে নয়। একটি বহুল প্রচলিত সংবাদপত্রে এমন দাবি করে পরিহাসের খোরাকে পরিণত হলেন শ্রী শ্রী রবিশঙ্কর। আর্ট অফ লিভিং-এর জন্মদাতার এমন দাবি সামনে আসার পর থেকেই সোশ্যাল সাইট ট্যুইটারে তাঁকে কেন্দ্র করে ব্যঙ্গবিদ্রূপ আছড়ে পড়তে থাকে। শুধু পুরস্কার ফেরানোই নয়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইকে এই পুরস্কার দেওয়ার সার্থকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, মালালা এমন কিছু করেননি যার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া যেতে পারে। যমুনার ধারে বিশাল উৎসব করা থেকে শুরু করে নোবেল ফেরানোর দাবি, মাত্র দু’মাসের ব্যবধানে দুটি বিতর্কে জড়িয়ে ক্রমশ সংবাদমাধ্যমের ফোকাসে এসে পড়ছেন শ্রী শ্রী রবিশঙ্কর। যদিও নিন্দুকেরা অন্য কথা বলছেন। তাঁদের দাবি এসব বিতর্ক আসলে সস্তা পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছু নয়।