আইসিসি-র ক্রিকেটার অফ দ্যা ইয়ার হলেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন হলেন দ্বাদশ ক্রিকেটার যিনি এই স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন। এর আগে ভারতের রাহুল দ্রাবিড় ও শচীন তেন্ডুলকর বর্ষসেরা ক্রিকেটার হয়ে এই ট্রফি জিতেছিলেন। রাহুল জেতেন ২০০৪ সালে, শচীন ২০১০ সালে। তারপর অশ্বিনই তৃতীয় ভারতীয় ক্রিকেটার যিনি এই সম্মান অর্জন করলেন। যদিও রাহুল বা শচীন দুজনেই তাঁদের ব্যাটিংয়ের জোরে এই সম্মান পান। অশ্বিন হলেন ভারতের প্রথম কোনও বোলার যিনি এই ট্রফি পেলেন। মাত্র ৮টি টেস্টে ৪৮টি উইকেট, ৩৩৬ রান, ১৯টি টি-২০তে ২৭টি উইকেট ঝুলিতে থাকা অশ্বিনকে ছোঁয়ার মত কেউ ছিলেন না। এই সম্মান পেয়ে তিনি অভিভূত বলে জানিয়েছেন ভারতের এই ঘূর্ণিঝড়!