
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউডের চরিত্রাভিনেতা রাজাক খানের। মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে অসুস্থ অবস্থায় বান্দ্রার হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। রাজাক খানের অকাল প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে আসে। তাঁর ছেলে আসাদ ক্রোয়েশিয়ায়। তিনি সেখান থেকে ফিরলে বৃহস্পতিবার রাজাক খানের শেষকৃত্য সম্পন্ন হবে। বিখ্যাত টিভি ধারাবাহিক নুক্কড়-এ একটি ছোট চরিত্রে অভিনয় দিয়ে তাঁর অভিনয় দুনিয়ায় প্রবেশ। ১৯৯৩ সালে রূপ কি রানি চোরো কা রাজা সিনেমায় অভিনয় দিয়ে বলিউডের রূপোলী জগতে পা রাখেন তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই প্রতিভাবান অভিনেতাকে। প্রধানত ভিলেন চরিত্রেই তাঁকে সবচেয়ে বেশি দেখা গেছে। কয়েকটি সিনেমায় কমেডি রোলেও সম্পূর্ণ সফল তিনি। তাঁর ২৩ বছরের কেরিয়ারে ৯০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন রাজাক। তাঁর অভিনীত কয়েকটি নাম করা সিনেমার মধ্যে রয়েছে আখিঁয়ো সে গোলি মারে, রাজা হিন্দুস্তানি, হ্যালো ব্রাদার, হেরা ফেরি, পার্টনার, অ্যাকশন জ্যাকশন। ২০১৬ সালে কেয়া কুল হ্যায় হাম ৩ সিনেমায় অভিনয় দিয়েই নিজের অভিনয় জীবনে দাঁড়ি টানলেন তিনি। রাজাক খানের মৃত্যুতে ট্যুইটারে শোকবার্তা জানান বলিউড তারকারা।