মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল লালকেল্লার দরজা। দিল্লির এই অন্যতম দর্শনীয় স্থানে ফের পর্যটকরা প্রবেশ করতে পারবেন আগামী ৩১ জানুয়ারি থেকে। তার মাঝে এই ৯ দিন লালকেল্লাকে বাইরে থেকে দেখেই সাধ মেটাতে হবে তাঁদের।
কিন্তু কেন? সরকারের তরফে জানানো হয়েছে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় বিশেষ অনুষ্ঠান রয়েছে। তাছাড়া ২০১৯ সালের ভারত পরব-ও রয়েছে। এই ২টি অনুষ্ঠানকে মাথায় রেখেই পর্যটকদের প্রবেশে আপাতত নিষেধাজ্ঞা জারি হয়েছে। বন্ধ থাকছে লালকেল্লার দরজা। তবে ৩১ জানুয়ারি থেকে আবার আগের মতই প্রবেশ করতে পারবেন পর্যটকরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)